E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে হা-ডু-ডু খেলার নামে লাখ টাকা বাণিজ্য!

২০২৫ নভেম্বর ১৭ ১৪:৪৮:২৩
ফুলপুরে হা-ডু-ডু খেলার নামে লাখ টাকা বাণিজ্য!

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে হা-ডু-ডু খেলার নামে লাখ লাখ টাকা বাণিজ্য করছে একটি সিন্ডিকেট চক্র, এমনি অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে এলাকাবাসী, সুশীল সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার সিংহেশ্বর উন্নয়নের মধ্য ভাটপাড়া গ্রামে স্থানীয় আবু হাই নামক ব্যক্তির সভাপতিত্বে আয়োজক কমিটি গঠন করে লাখ টাকার টিকিট বিক্রির মাধ্যমে হা-ডু-ডু খেলা পরিচালিত হচ্ছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, খেলার আয়োজক কমিটি খোলা মাঠে নেটের গেরাও দিয়ে বাঁশের গ্যালারি করে কাউন্টার বক্সের মাধ্যমে জনপ্রতি ৩০-৪০ টাকা করে টিকিট বিক্রি করছে। খেলা দেখতে আসা দর্শকদের প্রতি যানবাহনে ৫০-১০০ টাকা করে চাঁদা নিচ্ছে। অপরদিকে একই ইউনিয়নে পার্শ্ববর্তী মাঠখলা বাজার নামক স্থানে মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আয়োজক কমিটি গঠন করে টিকিট বিক্রির মাধ্যমে আরেকটি হা-ডু-ডু খেলা পরিচালিত হচ্ছে। সেখানেও বাঁশের গ্যালারি তৈরীর মাধ্যমে দর্শকদের কাছ থেকে জনপ্রতি ৩০-৪০ টাকা করে নেওয়া হচ্ছে। খেলা দেখতে আসা কয়েকজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা। অথচ টিকিট ছাড়া কাউকেই সে খেলা দেখতে দেওয়া হচ্ছে না। উপরন্ত যানবাহনেরও চাঁদা দিতে হচ্ছে।

আয়োজক কমিটির এক সদস্য জানান, প্রতি খেলায় ৩ থেকে ৪ হাজার দর্শক উপস্থিত হয়। খেলায় দর্শক বাড়ানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়ার ভাড়া করে আনা হয়। এ বিষয়ে খেলার আয়োজক কমিটির সভাপতি আবু হাই ও মোসলেম উদ্দিন বলেন, ফুলপুর উপজেলা প্রশাসন ও থানা থেকে হা-ডু-ডু খেলার লিখিত অনুমতি নেওয়া হয়েছে। আমরা সেভাবেই খেলা পরিচালনা করছি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী জানান, খেলায় টিকিট বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, হা-ডু-ডু খেলা বা টিকিট বিক্রির বিষয়ে কোনো কিছু জানেন না উপজেলা প্রশাসন।

(এসআই/এএস/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test