E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

২০২৫ নভেম্বর ১৭ ১৮:৫৭:৫৪
মাদারীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি : সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) কঙ্কনা প্রভা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা তথ্য অফিসার বেনজীর আহমেদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকল্পের জেলা ম্যানেজার (এভিসিবি প্রকল্প-৩) মোঃ আলিউল হাসান খান।

(এএসএ/এসপি/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test