E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়ায় ২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

২০২৫ নভেম্বর ১৯ ১৮:৫৬:৩৩
সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়ায় ২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক এমপি পুত্র রাজীব রায় এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ মোট ২১ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার তরফ মাহমুদপুর গ্রামের মৃত সরোয়ার খানের ছেলে সেলিম খান বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে বাঘারপাড়া থানায় মামলাটি (মামলা নং-১৫) দায়ের করেন।

বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আসামিরা যশোর-নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর “বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে” মশাল মিছিল করে এবং জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা চলন্ত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন।

মামলায় অভিযুক্ত অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, সাজ্জাদ হোসেন, আফজাল হোসেন সঞ্জিব, এবং সাদ্দাম হোসেন টুলু, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান।

এছাড়াও আদিল হোসেন, সেলিম রেজা, কমল হোসেন, নাহিদ হাসান, রানা, টিপু সুলতান, পল্লব চক্রবর্তী, আমিনুর রহমান, ভুট্ট গাজী, ইনামুল মোল্যা এবং মনির।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে ২১ জনের নামে থানায় মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, এই মামলার আসামি ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এসএমএ/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test