E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় বিএনপির সদস্য পদ ফিরে পেলেন আছাদ মাতুব্বর

২০২৫ নভেম্বর ২০ ১৮:১৩:০২
সালথায় বিএনপির সদস্য পদ ফিরে পেলেন আছাদ মাতুব্বর

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিএনপির পদ হারিয়েছিলেন মো. আছাদ মাতুব্বর। দীর্ঘদিন পর বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর দলীয় পদ ফিরে পেলেন এই বিএনপি নেতা। 

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপি'র সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২০ নভেম্বর) তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।'

এব্যাপারে মো. আছাদ মাতুব্বর বলেন, 'আমি দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেছিলাম। সেজন্য দল আমাকে বহিষ্কার করেছিল। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়েছিলাম। এখন দলীয় পদ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। আমি দলের প্রতি সন্তুষ্ট। এখন থেকে পুনরায় দলের জন্য নিষ্ঠার সাথে কাজ করবো।'

মো. আছাদ মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও দুইবারের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত।

(এএন/এসপি/নভেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test