E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইল নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় 

২০২৫ নভেম্বর ২০ ১৯:৫৮:১৬
নড়াইল নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে গণমাধ্যমকর্মী ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বক্তব্য দিতে গিয়ে নবাগত জেলা প্রশাসক ড. ছালাম জেলার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জেলা উন্নয়নকে আরও গতিশীল করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং মুক্তচিন্তা ও পরামর্শকে গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাব সভাপতি ও পিপি অ্যাড. এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় অংশগ্রহণকারীরা জেলার উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনসেবার মানোন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

(আরএম/এসপি/নভেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২০ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test