E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সন্তানের কৃতিত্বে উচ্ছ্বাসিত বাবা-মা

আমেরিকাতে পিএইচডি করতে যেয়ে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার মেধাবী হিমেল সরকার

২০২৫ নভেম্বর ২১ ১৮:৪৬:৫৯
আমেরিকাতে পিএইচডি করতে যেয়ে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার মেধাবী হিমেল সরকার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাদকের ছোবল, অনলাইনে জুয়া ও মোবাইলে ভিডিও গেম খেলতে খেলতে যেখানে শিক্ষার্থী ও যুবসমাজ নিজেদেরকে বিপদগামি করে তুলছে, ঠিক সেই সময় সাতক্ষীরা শহরের পলাশপোলের হিমেল সরকার নিজের মেধাকে কাজে লাগিয়ে আমেরিকান স্কলারশিপ নিয়ে টেক্সাস এএ-এম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। এতে উচ্ছ্বাসিত শুধু তার বাবা- মা নন, সঙ্গে তার শিক্ষকম-লী ও সহপাঠিরা। হিমেল সরকার (২৪) সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙির সরকারি চাকুরিজীবি কান্তিলাল সরকার ও শিক্ষিকা মঞ্জু সরকার দম্পতির সন্তান।

হিমেল সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা কান্তিলাল সরকার জন্মসূত্রে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাসিন্দা হলেও পেশায় তহশিলদার হওয়ার কারণে সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙিতে (জজ কোর্টের পিছনে) বসবাস শুরু করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স কান্তিলাল সরকার ২০০৩ সালে পলাশপোলে পাঁচ শতক জমি কেনেন। ২০২২ সালের মধ্যে ধীরে ধীরে সেখানে গড়ে তোলেন দোতলা বাড়ি। যার ছাদে রয়েছে সবজি ও ফুল বাগান। কর্মক্ষেত্রে সততার জন্য তিনি জেলা প্রশাসকের কাছ থেকে কয়েকবার পেয়েছেন সম্মাননা। এ ছাড়াও তার স্ত্রী যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স শেষ করা মঞ্জু সরকার বর্তমানে পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। কর্মস্থলে দায়িত্বশীল হওয়ার কারণে তিনি তার সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে সমাদৃত।

মঞ্জু সরকার জানান, ২০০১ সালের ১৩ জুন হিমেল জন্মগ্রহণ করে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সদর উপজেলায় প্রথম ও জেলায় মেধাক্রমে দ্বিতীয় স্থান অধিকার করে। জুনিয়ন স্কুল সার্টিফিকেট বা জেএসসিতে মেধাক্রমে জেলায় প্রথম ও ও যশোর বোর্ডে চতুর্থস্থান লাভ করে। এসএসসি ও এইচএসসিতে বৃত্তি লাভ করে। নটর ডেমিয়ান ১৪টি গ্রুপের প্রথম গ্রুপে তার মেধাক্রম ছিল ৫৭। ২০২৪ বুয়েট থেকে ওয়াটার রিসার্স ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআরই) বিভাগে মেধাক্রমে তৃতীয় স্থান লাভ করে। সেখানে নয় মাস রিসার্স সহকারি হিসেবে নয় মাস কর্মরত(নবম গ্রেড) থাকা অবস্থায় আমেরিকান স্কলারশিপ নিয়ে (ফুল ফাল্ড) গত আগষ্ট মাসে টেক্সাস এএ-এম ইউনিভারসিটিতে পিএইচডি করতে যায়। সেখানে তাকে বাংলাদেশী মুদ্রায় মাসিক বৃত্তি হিসেব দুই লাখ ৮০ হাজার টাকা ও ফেলোশিপ বাবদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

মঞ্জু সরকার আরো জানান, পরিশ্রমী হিমেল এইচএসসিতে নিজের পড়াশুনা ঠিক রাখার পাশাপাশি শুধুমাত্র টিউশিনি করে মাসে ৩০ হাজারের বেশি টাকা উপার্জণ করেছে। এর থেকে সে বাড়ির রং করা খরচ, সিসি ক্যামেরা ও আইপিএস কেনার খরচ তার হাতে তুলে দিয়েছে। তবে নটর ডেম কলেজে তার পড়াশুনার জন্য কেবলমাত্র মাসিক ১০ হাজার টাকা খরচ যোগাতে হতো। সাতক্ষীরা জেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা ছাড়াও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠিরা ম্যাথ অলিম্পিয়াস হিমেলকে নিয়ে গর্ব অনুভব করতেন। গর্বে ভরে উঠতো তার ও স্বামীর বুক। জমি কিনতে ও ঘরবাড়ি বানাতে ডিপিএস থেকে ঋণ নেওয়া ছাড়াও তার বাবা কানাই লাল সরকার উদার হস্তে দান করার পাশাপাশি একমাত্র কণ্যা সন্তান হিসেবে তাকে দান করেছেন আড়াই বিঘা জমি।

ভোমরা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি কর্মকর্তা কান্তিলাল সরকার বলেন, নিয়োগকালিন সময়ে তাদেরকে তৃতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হলেও ২০১৩ সালে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নূত করা হয়েছে। তিনি তার পেশাগত কাজ দক্ষতা ও সততার সাথে চালিয়ে যাচ্ছেন। তাদের সততার নিদর্শন সন্তান হিমেল। হিমেল অসহায় মানুষের জীবন বাঁচাতে “বাঁধন” এর মাধ্যমে প্রতি ছয় মাস অন্তর রক্ত দান করে আসছে।

হিমেল সরকার জানান, নিয়ম অনুযায়ি দুই বছর শেষ হলে তিনি একবার দেশে ফিরতে পারবেন। আমেরিকায় পাঁচ বছর মেয়াদী পিএচডি ডিগ্রী লাভ করে দেশে ফেরার পর তিনি নিজেকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখবেন। তার জীবনের অগ্রযাত্রায় বাবা ও মা ছাড়াও শিক্ষকদের অবদান ও আশীর্বাদ চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে মাদক, জুয়া ও মোবাইলে ভিডিও দেখা থেকে শিক্ষার্থী ও যুব সমাজকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন হিমেল।

(আরকে/এসপি/নভেম্বর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test