E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৫ নভেম্বর ২১ ১৯:০৩:৪৭
সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সরকারী-বেসরকারী ব্যাংক কর্ম-কর্তাদের সংগঠন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ রেষ্টুরেন্টের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর শাখার ম্যানেজার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ব্যাংক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ব্যাংকার'স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ কবির উদ্দীন, কার্যকারি সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম মোঃ জিল্লুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল, উপদেষ্টা ফরহাদ হোসেন, কাজী মাসুদুল হক, নিয়াজ হাসান ও মাগফুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি এসময় বলেন, আমরা যে কোন সংগঠনের মাধ্যমে সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি। ব্যাংকার’স অ্যাসোসিয়েশন একটি চমৎকার পেশাজীবি সংগঠন। এই সংগঠনের কার্যক্রম তখনই সার্থক হবে যখন এর মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোসহ সমাজের উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ব্যাংকাররা সব সময় মানব সেবায় নিয়োজিত থাকেন। ব্যাংকে লেনদেনের পাশাপাশি গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহার এবং সুন্দর আচরনও একটি মহৎ সেবা।

ব্যাংকার’স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম বলেন, এই সংগঠনের মাধ্যমে সাতক্ষীরার ব্যাংক কর্মকর্তাদের মধ্যে যে আত্মার বন্ধন তৈরি হয়েছে সেটি সামনে আরো সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক পেশাজীবি সংগঠন। অনুষ্ঠানে এসময় সাতক্ষীরা জেলার সরকারি-বেসরকারী প্রায় ২ শতাধিক ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/নভেম্বর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test