E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাই পৌর শহরের বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটি আয়োজিত ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসবের সমাপ্তি

২০২৫ নভেম্বর ২২ ২০:০৭:২৩
ধামরাই পৌর শহরের বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটি আয়োজিত ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসবের সমাপ্তি

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলায় ঐতিহ্যবাহী চার শত বছরের পুরোনো হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপশনালয় থেকে বারো মাসে তের পার্বন অনুষ্ঠিত হয়।  এতে হিন্দু সম্প্রদায়ের সকল মানুষের অংশ গ্রহনে হয়ে থাকে।

এছাড়াও ধামরাই উপজেলা বিভিন্ন অঞ্চলে কয়েক শত মন্দির রয়েছে। মাধব মন্দির কর্তৃক আযোজনের পাশাপাশি অন্যান্য মন্দিরেও বিভিন্ন পুজা পার্বন ও ধর্মীয় উৎসব পালন করে থাকে পুজারীরা।

এরি ধারা বাহিকতায় ধামরাই পৌর এলাকার বড় বাজারের সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে ১৮ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়ে, শনিবার ২২ নভেম্বর বাৎসরিক ৪৩ তম পাঁচ দিনব্যাপী মহা নাম সংকীর্তন ও শ্রী শ্রী কৃঞ্চের লীলা স্মরন উৎসব ও মহোৎসবের দিয়ে শেষ হয়েছে।

প্রতি দিন হাজার হাজার আগত ভক্ত দর্শনার্থীদের অংশ গ্রহনে এ উৎসব হয়ে উঠেছিল ধর্মীয় কোলাহর মুখর। উৎসবের এ কয় দিন আগত অংশ গ্রনকারী সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরনের ব্যাবস্থা রাখা হয়েছিল চমৎকার আয়োজনে।

শেষ দিন শ্রীশ্রী কৃঞ্চের লীলা স্মরন উৎসব ছিল ব্যাপকতা। অন্যান্য দিনের তুলনায় ভক্তবৃন্দের উপস্থিতি ছিল বেশী। সার্বজনীন ভাবে আগত সকল ভক্তের মাঝে প্রসাদ বিতরনের দায়িত্ব গ্রহন করেন ধামরাই পৌর বাজারের বৃহত মুদি ব্যবসায়ী বিনয় পাল। হাজার হাজার আগত ভক্তবৃন্দ সৃশৃংখল ভাবে দুপুর থেকে রাত গভীর পর্যন্ত প্রসাদ বিতরনের ব্যাবস্থা গ্রহন করেন বিনয় পাল ।

ধামরাই পৌর বাজারের মুদি ব্যবসায়ী বিনয় পাল বলেন, আমি আগত ভক্তবৃন্দর মাঝে প্রসাদ বিতরনের আজকের দায়িত্বভার নিয়েছি। সকলের আন্তরিক সহযোগিতায় আমার দায়িত্ব যেনো পালন করতে পারি।সকলের সহযোগিতায় আমি সফল হয়েছি। সবাইকে আমার শ্রদ্ধা ও ধন্যবাদ জনাই।

এছঅড়াও উৎসবের প্রথম দিন খরচ বহন করেছেন পানু পাাল, প্রদীপ, স্বরাজ সহ ৮ জনে। দ্বিতীয় দিন একক ভাবে খরচ বহন করেন সুনীল পাল, তৃতীয় দিন একক ভাবে খরচ বহন করেন পুলক বণিক, চর্তৃর্থ দিন একক ভাবে খরচ বহন করেছেন বিনয় পাল। উৎসবের শেষ দিন মহোৎসবের দিন খরচ বহন করেন অন্য দু জন।

উৎসবের এ পাচ দিন প্রায় দুশত মণ চাল ,ডাল,সব্জী,পায়েশ ভাজি আয়োজন ছিল নজর কারার মত।উৎসবে এবার লাথো ভক্তের উপস্থিতি সার্বক্ষণিক ভাবে উৎসব আনন্দ বিরাজ করছিল।

কুঞ্জ ভঙ্গ, জলকেলী ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে ধামরাই বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটি আযোজিত এই পাচ দিন ব্যাপী ধর্মীয় মিলন উৎসবের সমাপ্তি হয়েছে।

(এসএমএ/এএস/নভেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test