E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গাঁজা সোসাইটির নির্বাচন ও সম্পদ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

২০১৪ ডিসেম্বর ১৮ ১৭:৫৮:৩৩
গাঁজা সোসাইটির নির্বাচন ও সম্পদ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ঐতিহ্যবাহী গাঁজা সমবায় সমিতির এডহক কমিটি বাতিল করে অবিলম্বে নির্বাচন এবং সমিতির সম্পদ রক্ষার দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন করে গাঁজা সোসাইটির সম্পদ রক্ষা কমিটি, নওগাঁ।

সমবায় মার্কেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কমিটির সভাপতি মো. আব্দুল কাদের সিদ্দিক লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯০৬ সালে গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের নামে একটি বৃহত্তম ও প্রাচীনতম সমবায় প্রতিষ্ঠান নওগাঁয় গড়ে ওঠে। ১৯১৬ সালে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের কারনে সমবায় বিভাগের বিভাগীয় দপ্তর রাজশাহী থেকে নওগাঁয় স্থানান্তর করা হয়। জেনেভা কনভেসনের চুক্তি অনুযায়ী ১৯৮৭ সালে বাংলাদেশে গাঁজা চাষ বন্ধ হয়ে যায়। ফলে এই বৃহত্তম সমবায় প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। এতে গাঁজা উৎপাদনকারী ৭ হাজার সমবায়ী পরিবারের ৫০ হাজার মানুষ কর্মসংস্থান হারায়। সঙ্গে পরোক্ষভাবে জড়িত আরো প্রায় ৩ লাখ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নওগাঁ গাঁজা সমবায় সমিতিটি আজ শুধু একটি হেরিটেজ বিল্ডিংসহ অন্তত ৫ শ’ কোটি টাকার সম্পদ কালের সাক্ষ্য বহন করছে।

ইতোমধ্যেই কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে গাঁজা উৎপাদনকারী সমবায়ী শেয়ার হোল্ডারদের এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব না দিয়ে কিছু অসাধু ব্যক্তিদের নিয়ে এডহক কমিটি গঠন করে তাদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনার নামে প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার সম্পদ লুটে-পুটে খাচ্ছে। এক প্রশ্নের জবাবে আব্দুল কাদের সিদ্দিক জানান, কলকাতা রাইটার্স বিল্ডিং এর আদলে নওগাঁ গাঁজা সমবায় সমিতির নিজস্ব অফিস বিল্ডিংসহ ৪০ একর জমি, ১শ’টি ভবন, ৭টি দীঘি, ১টি লেক, ১১টি উচ্চ বিদ্যালয়, ৩টি মসজিদ, ১টি মন্দির, ৪টি গোডাউন, ১টি সরাইখানা, রাজশাহী ডিষ্ট্রিক্ট বোর্ডের পানির ট্যাংক, কো-অপারেটিভ ক্লাব, ১টি লাইব্রেরী, ১টি টেনিস গ্রাউন্ড, ৩টি হাসপাতাল, ৩টি দাতব্য চিকিৎসালয়, ১টি পশু চিকিৎসালয়, ১টি হিমাগার, ১টি কলেজসহ জেলা জুড়ে রয়েছে বিপুল পরিমান সম্পদ। অবিলম্বে যেসব সম্পদ ইতোমধ্যেই বে-দখল হয়েছে, তা পুনরুদ্ধারসহ সম্পদ রক্ষা ও স্বত্বর সমিতির নির্বাচন না দিলে সমিতির শেয়ার হোল্ডাররা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, শেয়ার হোল্ডার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test