E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্বিস লেনের ওপর থেকে নারীর লাশ উদ্ধার

২০২৫ নভেম্বর ২৩ ০০:১৭:৩০
ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্বিস লেনের ওপর থেকে নারীর লাশ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল নয়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী । পরে খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শিবচয় হাইওয়ে থানা ও ভাঙ্গা থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২২ নভেম্বর) সকাল অনুমান আটটার দিকে সংগঠিত হওয়া কোনো দুর্ঘটনা নিহত হত ওই নারী। ফরিদপুর জেলার ভাংগা থানাধীন বামন কান্দা গ্রামস্থ পরিত্যক্ত কনভেনশন হল রেস্টুরেন্ট এর সামনে ভাঙ্গা টু ঢাকা এক্সপ্রেসওয়ের ঢাকামুখি সার্ভিস লেনের উপর থেকে উদ্ধার মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, সকাল অনুমান ৭ টা ৫৫ মিনিটে উল্লেখিত ঘটনাস্থল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখি

লেনের উপর অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (অনুমান ৫৫) মহিলার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিলাটি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

(আরআর/এএস/নভেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test