E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

২০২৫ নভেম্বর ২৩ ০০:৩৪:২৫
কাপাসিয়ায় জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ বাজার এলাকায়  জমি দখলের প্রতিবাদে ২২ নভেম্বর শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।  ওই ইউনিয়নের দেইলগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন মেম্বারের ছেলে মো. আব্দুস সালাম, মো. আবু তৈমর ও মো. সাইফুল ইসলাম চাটারবাগ এলাকার প্রবাসী শহীদুল ইসলামের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে গত শুক্রবার কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেও ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেন। গতকাল ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম জানান, ১৯৯১ সালে তারা তিন ভাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাণীগঞ্জ বাজার এলাকায় গোসাইরগাঁও মৌজায় আরএস ২৯৩ খতিয়ানের ২২৭ নং দাগে ১.৫০ শতাংশ জমি কিনে হালনাগাদ খাজনা খারিজ পরিশোধ করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু রাণীগঞ্জ-গাজীপুর সড়ক লাগোয়া ওই জমির পাশ্ববর্তী ১১ শতাংশ জমির মালিক মো. শহিদুল ইসলাম গত ২-৩ বছর ধরে তা দখলের পায়তারা করছেন।

এমনকি গত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় ওই জমিতে পাকা ভবন নির্মাণের চেষ্টা চালালে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার শালিস বৈঠক করেও কোনো সুফল পান নি। বর্তমান অন্তবর্তী সরকারের আমলে উভয় পক্ষের মাঝে এ বিষয়ে তীব্র বিরোধ দেখা দিলে শহীদুলের স্ত্রী সুইটি আক্তার লাকী বাদী হয়ে গাজীপুর সহকারী জজ ৩য় আদালতে একটি মামলা দায়ের করেন।

পরে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আদালত নির্দেশ প্রদান করে যে,“অত্র মোকাদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমির আকার-আকৃতি, হস্তান্তর, অবৈধ অনুপ্রবেশ হতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করা হলো।” কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গত দুদিন ধরে শহীদুলের স্ত্রী সুইটি আক্তার রাতের বেলা লোকজন দিয়ে ওইখানে স্থায়ী পাকা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সাইফুল ইসলাম কাপাসিয়া থানায় গত শুক্রবার একটি লিখিত অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না বলে দাবি করেন। তাই তিনি নিরূপায় হয়ে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট সবার কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের বিষয়ে শহীদুল ইসলাম সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেন নি। তবে তিনি বর্তমান স্থানীয় প্রভাবশালী মহলের মধ্যস্থতা ও নির্দেশনা মেনেই কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. আব্দুর রব বলেন, আদালত যেহেতু এ বিষয়ে থানা পুলিশকে কোনো নির্দেশনা দেয় নাই, তাই তিনি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন না।

(এসকেডি/এএস/নভেম্বর ২৩, ২০২৫)


পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test