E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শিক্ষকদের অস্ত্র ঠেকিয়ে ব্যালটে সিল মারতে বাধ্য করা হয়েছিল’

২০২৫ নভেম্বর ২৩ ১৮:১৭:৪৯
‘শিক্ষকদের অস্ত্র ঠেকিয়ে ব্যালটে সিল মারতে বাধ্য করা হয়েছিল’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষা শুধু সনদ বা ডিগ্রী নয়, এটি জাতি গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শিক্ষিত জনগোষ্ঠীই রাষ্ট্রের উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। গণতন্ত্রকে সুসংহত করে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে। গত ১৭ বছরে শিক্ষকদের মূল্যায়ন না করে তাদের অস্ত্র ঠেকিয়ে ব্যালটে সিল মারতে বাধ্য করা হয়েছিল। শিক্ষকদের দিনের ভোট রাতে নিয়ে ব্যালট বক্স ভর্তি করতে বাধ্য করা হয়েছিল। ছাত্র-গণ আন্দোলনে ফ্যাসিষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর দেশে সেই দিন আর ফিরে আসবে না। 

বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রওশ-আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত ‘জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উল্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কথা বলেন।

রওশ-আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম আজাদের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে ভিসি ড. ওবায়েদ আরও বলেন, সুশিক্ষিত মানুষই প্রকৃত জাতির সম্পদ। যে দেশ শিক্ষা যত বেশি খাতে বিনিয়োগ করবে, সেই দেশ তত বেশি অর্থনৈতিক ভাবে শক্তিশালী এবং সচেতন নাগরিক তৈরি করতে সক্ষম হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীল চিন্তা এবং মূল্যবোধ নির্ভর শিক্ষার ওপর জোর দিতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

শিক্ষক সমাবেশে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজেরে শিক্ষকবৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসএসএ/এএস/নভেম্বর ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test