E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রি–পেইড মিটার বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদী ব্লকেড

২০২৫ নভেম্বর ২৪ ১৮:১৪:২৯
প্রি–পেইড মিটার বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদী ব্লকেড

ঈশ্বরদী প্রতিনিধি : নেসকোর প্রি–পেইড মিটার বাতিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং নেসকোর নির্বাহী প্রকৌশলী ও মিটার রিডার নজরুলের অপসারণের দাবিতে ঈশ্বরদীতে দুই ঘণ্টার ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

‘সম্মিলিত নাগরিক ঐক্য জোট’-এর উদ্যোগে আয়োজিত এই ব্লকেডে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচির সময় দুই ঘণ্টা কর্মবিরতি পালনের পাশাপাশি অনেকেই স্বপ্রণোদিত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও অফিস বন্ধ রাখেন।

ব্লকেড চলাকালে শহরে রিকশা–ভ্যান, অটোরিকশা, সিএনজি, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড তৈরি এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে ঢাকা, পাবনা, কুষ্টিয়া ও রাজশাহী অভিমুখে সড়ক যোগাযোগ দুই ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকে।

শহরের বিভিন্ন পাড়া–মহল্লাতেও রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ ছিল, ফলে জনজীবনে সাময়িক ভোগান্তি তৈরি হয়।

(এসকেকে/এসপি/নভেম্বর ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test