E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা- ২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে মশাল মিছিল

২০২৫ নভেম্বর ২৬ ১৭:০১:০০
সাতক্ষীরা- ২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে মশাল মিছিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিএনপির দলীয় মনোনয়নের সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকে সাতক্ষীরা- ২ আসনে (সাতক্ষীরা- দেবহাটা) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলীমের মনোনয়নের  দাবিতে ধারাবাহিকভাবে মিছিল মানববন্ধন বিক্ষোভ সড়ক অবরোধ সহ নানান কর্মসূচি পালন করে চলেছে। 

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা হতে মশাল মিছিল বের করে তার সমার্থকরা। মশাল মিছিলটি শহরের ঋশিল্পী স্কুলের সামনে দিয়ে মেঘনার মোড়ে গিয়ে শেষ হয়।

মেঘনার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী হিসেবে আব্দুল আলিমকে ঘোষণা করতে হবে। আব্দুল আলিম ছাড়া অন্য কাউকে বিএনপির নেতাকর্মীরা মানবে না। যাকে মনোনয়ন দেওয়া হয়ছে তিনি একজন বহিষ্কৃত নেতা। বহিস্কৃত নেতার কাছে ধানের শীষ বেমানান। আমরা তার মণোনয়ন বাতিলের জোর দাবী জানাই।

বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি থেকে আসা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে ৩৭ বছরের সফল চেয়ারম্যান আব্দুল আলীমের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়ার দাবী জানান।

বক্তারা আরো বলেন, নেতাকর্মীদের সুখ দুঃখের সাথী ছিলেন আব্দুল আলিম। একমাত্র আব্দুল আলিমকে দিয়েই সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা সম্ভব। আব্দুল আলিম ২০১৩ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, ২০১৮ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত জেলা বিএনপির সদস্য সচিব ও দীর্ঘ ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে বিএনপিকে সাতক্ষীরা জেলায় সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। দলের দুর্দিনে তিনি শত জুলুমের পরেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

বিএনপি নেতাকর্মীরা বলেন, আব্দুল আলিম সদর উপজেলার লাবসা ইউনিয়ন ইউনিয়ন থেকে ১৯৮৮ সাল থেকে বর্তমান পর্যন্ত টানা ৩৭ বছর চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সেই নেতাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির ভরাডুবি ডেকে আনবে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস্য আ‌তিয়ার রহমান, ঘোনা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিনেতা সাইফুল ইসলাম মজনু, বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি স‌ফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি আবুল হাসান, সাধারণ সম্পাদক না‌সিম বিল্লাহ, বৈকারী ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি ইউনুছ আ‌লি বুলু, সাধারন সম্পদক ত‌জিবুর রহমান টুটুল, বাশদা ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি শা‌হিনুর রহমান, সাধারণ সম্পাদক বজলু রহমার (মেম্বর) শিবপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি হা‌ফেজ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক টুটুল হো‌সেন, ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও সদর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরবসহ জেলা ও উপজেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test