E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

২০২৫ নভেম্বর ২৬ ১৭:১০:৫৯
সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : 'স্মার্ট লাইভস্টক  বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলা পরিষদে প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার সকালে সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ থেকে বের হওয়া র‍্যালিতে অংশগ্রহণ করেন তিনি সহ অথিতিবৃন্দ। এরপর দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার স্টল প্রদর্শনী ঘুরে দেখেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খামারী, প্রাণিজাত পণ্য প্রস্তুতকারক, ভেটেরিনারি ঔষধ কোম্পানি, পশুখাদ্য বিক্রেতা, উদোক্তা ও বেসরকারি সংস্থা (সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা) কর্তৃক উন্নত জাতের গাভী, ষাঁড়, বাছুর, মহিষ, গাড়ল, ছাগল-ভেড়া, হাঁস-মুরগী, পোষা প্রাণী, সৌখিন পাখি, দধি, মিষ্টি, ঘি, ছানা, মাখন, গুরুত্বপূর্ণ ভেটেরিনারি ঔষধ, গবাদিপশু ও হাঁস-মুরগী বিভিন্ন ধরণের খাদ্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, রাবেয়া আসফার সায়মা।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, চরজব্বর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ খোরশেদ আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহে আলম, পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর (ডিজিএম) আরব আলী।

প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জনকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। এরপর খামারীসহ অন্যান্য সকলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের পশু ও পণ্য প্রদর্শন করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

প্রাণিসম্পদ সেক্টরের মাধ্যমে উন্নত মানের পুষ্টি তথা আমিষ সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাংস ইত্যাদি সরবরাহের মাধ্যমে মেধাবী জাতি উপহার দিবে এবং এই সেক্টরের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন হবে এবং দেশের টেকশই উন্নয়ন হবে বলে সকলে আশা ব্যক্ত করেন। সকলে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের সফলতা কামনা করেন।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test