E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক খাতকে সমৃদ্ধ করতে প্রাণি সম্পদের গুরুত্ব অপরিসীম’

২০২৫ নভেম্বর ২৬ ১৯:০১:৩৬
‘আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক খাতকে সমৃদ্ধ করতে প্রাণি সম্পদের গুরুত্ব অপরিসীম’

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : প্রাণি সম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি কর্মসংস্থান খাদ্য নিরাপত্তা পুষ্টি এবং গ্রামীণ উন্নয়ণে সহায়ক ভূমিকা পালন করে। এই খাতটি প্রায় ২০ শতাংশ মানুষকে সরাসরি এবং ৫০ শতাংশ মানুষকে পরোক্ষ ভাবে সহায়তা করে। প্রাণি সম্পদ পালনে আমাদের যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান যুব সমাজ আর্থ সামাজিক বির্পযস্ততার কারনে বিপথগামী হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছেন। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বি হবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে। 

আজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রণি সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এসব কথা বলেন।

আলোচনা পূর্ব সপ্তাহ ব্যাপি অনুষ্ঠান উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে প্রাণি সম্পদ অধিদপ্তর চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। সপ্তাহ ব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে গবাদি পশু ও হাঁস মুরগির ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প, কৃমি নাশক ওষুধ বিতরণ, ভ্রাম্যমাণ প্রচার প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা , শিক্ষার্থীদের মাঝে চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা। প্রাণি সম্পদ সপ্তাহের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যের আলোকে ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের প্রদর্শনী মেলায় ৩২টি স্টল বসানো হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইমলাম ভুইয়া মনি, উপজেলা জামায়েত ইসলামের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিপিপি) ডা. জান্নাতুল মাওয়া, সাংবাদিক রুহুল আমীন রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলার শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উদ্যোক্তা শাহজাহান, ইসরাত জাহান প্রমুখ।

(এন/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test