E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালকিনিতে বাজারে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই

২০২৫ নভেম্বর ২৮ ১৭:৫২:৪৭
কালকিনিতে বাজারে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে একটি বাজারে আগুন লেগে তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। আজ শুক্রবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে এই আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ওসমান গনি পেইন্ট এন্ড হার্ডও্যার স্যানিটারী, সাদ্দাম হার্ডওয়্যার ইলেকট্রিক ও একটি সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে হঠাৎ করে একটি দোকানে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহূর্তের মধ্যে ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খরব দেন। পরে কালকিনি ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় শর্ট সার্টিকের মাধ্যমে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্তরা জানান আগুনে তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সাদ্দাম কাজী বলেন, আমার পাশের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে আমাদের দোকানের মালামালসহ তিনটি দোকনঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।

ওসমান গনি পেইন্ট এন্ড হার্ডও্যার স্যানিটারী দোকান মালিকের ছোট ভাই আসলাম সরদার বলেন, আমাদের সব শেষ, আমরা নিঃশ্ব হয়ে গেছি। এখন আমাদের কি হবে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদ্দার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা দ্রুত উপস্থিত হওয়ার কারণে আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারের অন্য দোকানগুলো।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।

(এএসএ/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test