E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা কৃষক 

২০২৫ নভেম্বর ২৮ ১৮:২৫:১১
রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা কৃষক 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক। হাসপাতালে এসে জানতে পারে সাপটির নাম রাসেল ভাইপার।

আজ শুক্রবার সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গেলে। কৃষকের পায়ে কিছু একটা কামড়ের অনুভূতি হয়। পরে পায়ের নিচে দেখতে পায় একটি বিষধর রাসেল ভাইপার সাপ। পরে সাপের কামড় খাওয়া ওই কৃষকের সাথে অন্য সব কৃষক মিলে সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে। আজ শুক্রবার ২৮ নভেম্বর সকালে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে ঘটনা ঘটে। সাপে কাটা ওই কৃষক হলে শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে মোঃ হেলাল বিশ্বাস।

এ বিষয়ে সাপে কাটা ওই রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুততাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত।

(একে/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test