E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে জিমি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২০২৫ নভেম্বর ২৮ ১৮:৫৫:৪৮
গোপালগঞ্জে জিমি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের জিমি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আলহাম মিয়া (৬১) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শহরের কালিবাড়ি রোডের ওই হোটেলের ৫০৫ নং কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলহাম মিয়া রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রমের ইউছুব মোল্যার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজের জন্য রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জেলা শহরের জিমি হোটেলে ওঠেন। তারপর থেকে তিনি কাজ শেষে ওই কক্ষে অবস্থান করছিলেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পযর্ন্ত হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে বিভিন্ন সময় ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ পাননি। পরে পুলিশে খবর দিলে পুলিশ হোটেলে এসে ৫০৫ নম্বর কক্ষের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। এসময় তার কাছে থাকা কয়েকটি আইডি কার্ড, মোবাইল ফোন উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে। ইতিমধ্যে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ব্যপারে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ আগামী কাল শনিবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

(টিবি/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test