E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:২০:৪১
ফরিদপুরে শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে শহরের গোয়ালচামটের স্বর্ণ কুটির মার্কেটে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি।

স্বাগত বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা।

এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু, যুগ্ম সম্পাদক রউফুল আলম লিমন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, মুস্তাফিজুর রহমান (জুয়েল) প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রিপন।

বক্তারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ফরিদপুর-৩ আসনে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিটিআই জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test