E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপি–জামায়াত সংঘর্ষ

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার গ্রেফতার

২০২৫ ডিসেম্বর ০২ ১৭:৫৭:৫৫
ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার গ্রেফতার

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষের সময় হাতে পিস্তল নিয়ে ভাইরাল হওয়া যুবক তুষার মন্ডলকে (২১) গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সংঘর্ষে ব্যবহৃত পিস্তল ও দুই রাউন্ড গুলিও পরে উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার তুষার মন্ডল ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে। পাবনা–৪ আসনের জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তোলা তুষারের ছবিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, তুষার জামায়াতকর্মী। তবে জামায়াত এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তুষার মন্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। সংঘর্ষের পর বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পাল্টাপাল্টি দুটি মামলা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ডিবি জানায়, সোমবার রাতে ধানবান্ধি এলাকা থেকে তুষারকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীর ভেলুপাড়ায় বালুর নিচে পুঁতে রাখা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনার পর থেকে তুষার পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর সংঘর্ষে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test