E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে ৫ দিনব্যাপী মেলা ও ধর্মীয় উৎসব সমাপ্ত

২০২৫ ডিসেম্বর ০২ ১৯:১৩:০৯
ধামরাইয়ে ৫ দিনব্যাপী মেলা ও ধর্মীয় উৎসব সমাপ্ত

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলা চাওনাইল বরাকৈর গ্রামে সার্ব জনীন নাট মন্দিরে মহানমযঞ্জ ও রাধাকৃঞ্চের লীলা তীর্তন উৎসব  গত কাল মহন্ত বিদায়ের ধধ্য দিয়ে শেষ হয়েছে।

এতে হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ ও ভক্ত দর্শক বৃন্দ অংশ গ্রহন করেছেন। এছাড়াও ধামরাই উপজেলা বিভিন্ন অঞ্চলে কয়েক শত মন্দির রয়েছে।মাধব মন্দির কর্তৃক আযোজনের পাশাপাশি অন্যান্য মন্দিরেও বিভিন্ন পুজা পার্বন ও ধর্মীয় উৎসব পালন করে থাকে পুজারীরা।

এরি ধারা বাহিকতায় ধামরাই চাউনাইল বরাকৈর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে ২৭ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়ে, সোমবার বাৎসরিক এ পাঁচ দিন ব্যাপী মহা নাম সংকীর্তন ও শ্রীশ্রী কৃঞ্চের লীলা স্মরন উৎসব মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতিদিন হাজার হাজার আগত ভক্ত দর্শনার্থীদের অংশ গ্রহনে এ উৎসব হয়ে উঠেছিল ধর্মীয় কোলাহর মুখর। উৎসবের এ কয় দিন আগত অংশ গ্রনকারী সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরনের ব্যাবস্থা রাখা হয়েছিল চমৎকার আয়োজনে।

শেষ দিন শ্রীশ্রী কৃঞ্চের লীলা স্মরন উৎসব ছিল ব্যাপকতা। অন্যান্য দিনের তুলনায় ভক্তবৃন্দের উপস্থিতি ছিল বেশী। সার্বজনীন ভাবে আগত সকল ভক্তের মাঝে প্রসাদ বিতরনের পরিচালনার দায়িত্ব পালন করেন উৎসব তমিটির। হাজার হাজার আগত ভক্তবৃন্দর মাঝে সৃশৃংখল ভাবে দুপুর থেকে রাত গভীর পর্যন্ত সার্বক্ষনিক ভাবে প্রসাদ বিতন পরিচালনা করেছেন আনন্দ সরকার ও সুনীল রঞ্জন সরকার। এছাড়াও উৎসবের সার্বিক নিয়ে দায়িত্ব কাজ করেছেন।

উৎসব কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন, চাউনাইল গ্রামে এ উৎসবে এ কয় দিনে শত মণ চাল ডাল সহ সব ধরনরে সব্জী দিয়ে বিভিন্ন ধরনে নিরামিষ রান্না করেছে ভক্তবৃন্দের জন্য।আগত ভক্তবৃন্দর মাঝে প্রসাদ বিতরণ করেছি, সকলের সহযোগিতায় সফল হয়েছি। সবাইকে আমার শ্রদ্ধা ও ধন্যবাদ জনাই।

এবার সাতক্ষিরার ভাগ্যশ্রী সম্প্রদায়, গোপলগঞ্জের জয়রাই সম্প্রদায়, যশোরের আদিভক্ত মিলন সম্প্রদায় ও ভক্তের ভগবান সম্প্রদায়, যুগল কিশোর সস্প্রদায়, এছাড়া সাতক্ষীরার অষ্টসখী সম্প্রদায় সহ আমাতের এ উৎসবে ৬টি সংকীর্তন দল অংশ গ্রহন বরেছে। এছাড়া এ উৎসবের মুল আর্কশন রাধা কৃঞ্চের লীলা কীর্থনে বগুড়ার অন্তর মহন্ত, রাজবাড়ির নিমাই পাল ও ঢাকার ধারাইয়ের শ্রী মতি রুনা দাস। রুনা দাস চমৎকার লীলা কীর্তন পরিবেশনে মমুগ্ধ হয়ে ভক্তবৃন্দরা উপভোগ করেন।

উৎসবের এ ৫ দিন প্রায় দুশ মণ চাল, ডাল, সবজি,পায়েশ ভাজি আয়োজন ছিল নজর কারার মত। উৎসবে এবার হাজার হাজার ভক্তের উপস্থিতি সার্বক্ষণিক ভাবে উৎসব আনন্দ বিরাজ করছিল।
আজ বিকেলে কুঞ্জভঙ্গ, জলকেলী ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে ধামরাই চাউনাইল বরাকৈর সার্বজনীন মন্দির কমিটি আযোজিত এই ৫ দিনব্যাপী ধর্মীয় মিলন উৎসবের সমাপ্ত হয়েছে।

(ডিসিপি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test