E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দৌড়ে পালালো ব্যবসায়ী, ৬০ কেজি জাটকা গেলো এতিমখানায়

২০২৫ ডিসেম্বর ০২ ১৯:২২:০০
দৌড়ে পালালো ব্যবসায়ী, ৬০ কেজি জাটকা গেলো এতিমখানায়

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : অভিযান টিম দেখে বিক্রি নিষিদ্ধ জাটকা রেখে দৌড়ে পালালো ব্যবসায়ী। পরে ৬০ কেজি জাটকা উদ্ধার করে ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে এ ঘটনা ঘটেছে।

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, জাটকা ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রম চলছে। এ সময় এ ধরা, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এরমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নতুন বাজার এলাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। মৎস্য কার্যালয়ের লোকজন সেখানে গেলে প্রায় ৬০ কেজি জাটকা মাছ রেখে দৌড়ে পালিয়ে যায় বিক্রেতা। তখন সেগুলো জব্দ করে উপজেলা নিয়ে এসে ইউএনও আল-আমিন হালদারের নির্দেশে চারটি এতিমখানায় বিতরন করা হয়। ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test