E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহের ৬ থানায় নতুন ওসি

২০২৫ ডিসেম্বর ০২ ১৯:৫৯:৩৩
ঝিনাইদহের ৬ থানায় নতুন ওসি

হাবিবুর রহমান, ঝিনাইদহ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন করা হয়। এর মধ্যে ঝিনাইদহের ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানায় সামছুল আরেফিন, মহেশপুর থানায় ওসি হিসেবে মেহেদী হাসান, কালীগঞ্জ থানায় মো. জেল্লাল হোসেন, হরিণাকুণ্ডু থানায় গোলাম কিবরিয়া হাসান, শৈলকুপা থানায় হুমায়ুন কবির মোল্লা ও কোটচাঁদপুর থানায় মো. আসাদুজ্জামানের নাম প্রস্তাবিত হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হিসেবে মো. মাহফুজ আফজাল যোগদান করেছেন।

(এইচআর/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test