E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে সম্পন্ন হলো সাইমং ও মাচিং মারমা’র শুভ বিবাহ 

২০২৫ ডিসেম্বর ০৩ ১৩:৪৯:০৫
কাপ্তাইয়ে সম্পন্ন হলো সাইমং ও মাচিং মারমা’র শুভ বিবাহ 

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী রীতি অনুসারে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে রাঙ্গামাটি কাপ্তাইয়ে বড়ইছড়ি মারমা পাড়া স্বর্গীয় চিংসানু মারমা পুত্র সাইমং মারমা ও খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার নোয়াপাড়া–কালাপানি এলাকার চিংসাঅং মারমা কন্যা মাচিং মারমার এর শুভ বিবাহ (স্থানীয় মারমা ভাষায় ‘মেয়াপোয়ে’) সুসম্পন্ন হয়েছে। 

এই আনন্দঘন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত অতিথিদের মধ্যে হিন্দু, মুসলিম ও পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর, এলাকার গণ্যমান্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী মানুষের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় চারিদিক প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় প্রায় দেড় হাজারেরও বেশি অতিথির আগমন অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে।মারমা ঐতিহ্য ও সংস্কৃতি বিবাহের দিন কনে ও বরের বাড়িতে ছিল উৎসবের আমেজ। মারমা রীতিনীতি অনুযায়ী, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান পালিত হয়। বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয় ভোর রাতে বিন্নি চালের ভাত খাওয়ার মধ্য দিয়ে। এরপর ভান্তেদের (বৌদ্ধ ভিক্ষু) মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মারমা সমাজের সামাজিক রীতি ‘চুং-মাং-লে’ বা ‘গংউ নাইট’ অনুষ্ঠানটিও বিবাহের পূর্বশর্ত হিসেবে পালিত হয়, যার মাধ্যমে নবদম্পতি সমাজে একত্রে বসবাস ও পরিবার গঠনের অধিকার লাভ করেন।

নবদম্পতির জন্য শুভকামনা নবদম্পতি সাইমং মারমা ও মাচিং মারমা একে অপরের হাতে হাত রেখে নতুন জীবন শুরু করলেন। অনুষ্ঠানে আগত অতিথিরা নবদম্পতির সারাজীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সুন্দর দাম্পত্য জীবনের কামনা করেন। নবদম্পতি সাইমং মারমা ও মাচিং মারমার আগামীর জীবন ভালোবাসা, সম্মান ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক— এ শুভকামনা রইল কাপ্তাইবাসীর পক্ষ থেকে।

(আরএম/এএস/ডিসেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test