E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু

২০২৫ ডিসেম্বর ০৩ ১৮:৩৯:৫৩
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নবীন খান (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বীর বাশাইল বটতলা গ্রামের মুন্নাফ খানের ছেলে। নবীন ঢাকার সাভারের পল্লীবিদ্যুত এলাকার জেনারেটর ও ইলেকট্রিক সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, হিরণ মাদ্রাসার ওয়াজ মাহফিলে অংশ নিতে তিন দিন আগে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের দিপু মুন্সীর বাড়িতে বেড়াতে আসেন নবীন খান। প্রায় ১৫ বছর ধরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

দিপু মুন্সী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ওয়াজ শুনে বাড়ি ফিরে একসাথে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে নবীন খান বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীন খানের স্ত্রী কবরী বেগম জানান, আমার স্বামীর মৃতের খবর শুনে দুপুরে আসি। লাশ কোটালীপাড়া থানায় রাখা হয়েছে। আমার স্বামীর সাথে নবীন খানের দীর্ঘ দিনের বন্ধুত্ব। ঢাকায় একই এলাকায় আমরা থাকি। দুই পরিবারের মধ্যে পারিবারিক সর্ম্পক রয়েছে। আমার স্বামী প্রায়ই বুকে ব্যাথ্যা ছিল। তিনি হৃদরোগ বা স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার বা স্বজনদের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test