E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খালেদা জিয়াকে সাথে নিয়ে দেশের গণতন্ত্রের বিজয় দেখতে চাই’ 

২০২৫ ডিসেম্বর ০৬ ১৩:১৫:৩৫
খালেদা জিয়াকে সাথে নিয়ে দেশের গণতন্ত্রের বিজয় দেখতে চাই’ 

হাবিবুর রহমান, ঝিনাইদহ : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা চাই আগামী নির্বাচনের আগেই রোগমুক্ত হয়ে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুক। আমরা তাকে সাথে নিয়ে দেশের গণতন্ত্রের বিজয় দেখতে চাই। নির্বাচিত সরকার দেখতে চাই। ভোটের অধিকার পুনরুদ্ধার হয়েছে এটা দেখতে চাই।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘২০০৭ সালে তথাকথিত ওয়ান ইলেভেন সরকার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়ার দুই সন্তানকে কারাগারে নিক্ষিপ্ত করেই ক্ষ্যান্ত হননি তাদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। দেশের ইতিহাসে অন্যতম নির্যাতিত পরিবার ছিল জিয়া পরিবার। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে ফেলা হয়েছিল। আরাফাত রহমান কোকো নির্যাতনের ভয়াবহতায় একপর্যায়ে জামিনে যখন দেশের বাইরে চিকিৎসার জন্য যান সেখানেই তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘তৎকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে রাজকীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তিনি যা চাইবেন সবই পাবেন। তখন খালেদা জিয়া বলেছিলেন, আমার দুইটি সন্তান নয় বাংলাদেশে আমার লক্ষ কোটি সন্তান আছে, আমার দুই সন্তানকে ভালো রাখার জন্য আমি আমার লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে এই দেশ ছেড়ে কোথাও যাবোনা। এই দেশ আমার, এই দেশের মাটিতে আমার স্বামী জিয়াউর রহমান ঘুমিয়ে আছেন, এই দেশে লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবো না।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা চাই সেই নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়া ধানের শীষের পক্ষে দেশের যেকোনো প্রান্ত থেকে ভোট চাইবে। তার লক্ষ কোটি সন্তানের পাশে থাকবে। এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে থাকবেন তিনি’ শৈলকুপা উপজেলাবাসী আয়োজনে দোয়া মাহফিলে উপজেলার নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এইচআর/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test