E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইল-২ আসনে মনিরুল মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা একাট্টা, কঠিন লড়াইয়ের আভাস 

২০২৫ ডিসেম্বর ০৬ ১৪:০০:২৯
নড়াইল-২ আসনে মনিরুল মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা একাট্টা, কঠিন লড়াইয়ের আভাস 

রূপক মুখার্জি, নড়াইল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর ফাঁকা থাকা আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এ নিয়ে ৩০০টি আসনের মধ্যে ২৭২টি আসনেই দলটির প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।

আগে ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে নড়াইল-২ আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করেছিল বিএনপি, সেখানে আলেচনায় থাকা জোটের প্রার্থী পরিবর্তন করে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় জোট প্রার্থীর মনোনয়ন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে।

যদিও এ বিষয়ে বিএনপির শরীক বা জোট থেকে কোন ক্রিয়া-প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নাই। এ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক, ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি) চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ ওমরা হজ্জ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তাঁর প্রতিক্রিয়া জানা সম্ভব হয় নাই।

এদিকে দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে বহুল আলোচিত নড়াইল-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : মনিরুল ইসলাম।

গত বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় যে ৩৬টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন, সেই তালিকায় নড়াইল-২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ফলে এ আসনে আলোচনায় থাকা জোটের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন যুদ্ধ থেকে অনেকটাই ছিটকে পড়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। কেননা, দলের মহাসচিব স্পষ্ট করে বলেছেন, ৩৬টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন, এসব আসনে মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা কম। এহেন ঘোষণার ফলে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন খুব সহসাই পরিবর্তন হবে-এমন সম্ভাবনাও ক্ষীণ। সব কিছু মিলে, নড়াইল-২ আসনে সদ্য মনোনয়ন পাওয়া মনিরুল ইসলাম অনেকটাই নির্ভার।

তাছাড়া ত্যাগী ও পরীক্ষিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা দারুণ খুশি।

তবে বিএনপির চেয়ারপারসন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় মনোনয়ন পাওয়ার খবরে নির্বাচনী এলাকায় কোন আনন্দ মিছিল অথবা মিষ্টি বিতরণ করা থেকে বিরত রয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

এসব নেতাকর্ম সমর্থকদের ভাষ্য, নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নান ঘোষণার মধ্য দিয়ে এ আসনে জোট প্রার্থীর মনোনয়নের প্রত্যাশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নেতা-কর্মী ও সমর্থকরা অনেকটাই একাট্টা।

এর আগে নড়াইল-২ আসন থেকে দলীয় মনোনয়ন লাভের আশায় কমপক্ষে ৫ জন নেতা নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিলেন। মনোনয়ন প্রত্যাশী নেতারা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, মেজর (অব:) মনজুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবু, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: তুহিন মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম জাকারিয়া মাহমুদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদল নেতা এইচ এম রাশেদ।

এছাড়া নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু, গণ অধিকার পরিষদ থেকে লায়ন নূর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার গণসংযোগ তথা নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তফসিল ঘোষণা হলেই আলোচিত নড়াইল-২ আসনে নির্বাচনী লড়াই পুরোপুরি জমে উঠবে বলে সাধারণ ভোটারদের ধারণা। সে ক্ষেত্রে এ আসনে লড়াই হবে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম ও জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু'র মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত আলোচিত এ আসনে কে বিজয়ী হবে-তা সময়ই বলে দেবে।

নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত। যেখানে দুটি উপজেলা, দুটি পৌরসভা এবং ২০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। লোহাগড়া উপজেলার মধ্যে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং নড়াইল সদরের একাংশে একটি পৌরসভা ও ৮টি ইন্ডিয়ান রয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮৫ হাজার ৭৫৭ জন।

(আরএম/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test