E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ 

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:০০:৪৮
গোপালগঞ্জে ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এসব কম্বল বিতরণ করা হয়।

চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসীম উদ্দিন চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে ভ্যানচালক ও পথচারীদের হাতে কম্বল তুলে দেন।

এ সময় কোটালীপাড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আক্তার দাড়িয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মহসিন উদ্দিন চাঁদ, চাঁদের আলো ফাউন্ডেশনের সদস্য মোঃ আবু রায়হান হাওলাদার, মো: রাতুল সরদার, মো: সুহিন মুন্সী, রফিকুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।

চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসীম উদ্দিন চাঁদ বলেন, চাঁদের আলো ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে আসছে। এরই অংশ হিসেবে আজ আমরা ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

(টিবি/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test