E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:০৯:২৪
সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলায় মোঃ রাজন মোল্লা (২৯) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত রাজন মোল্যা তেতুলিয়া গ্রামের মোঃ আলাউদ্দিন মোল্যার ছেলে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যার ঘটনায় শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে তার পরিবার। মামলা রুজুর পর ২৪ ঘন্টা না পেরোতেই ঘটনারদিন রাতেই অভিযান চালিয়ে সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে মামলার আসামী রাজন মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় খুনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার সাথে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় শুক্রবার অনুমান ভোর সাড়ে চারটার দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিল মাছ ব্যবসায়ী উৎপল সরকার। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩/৪ জন দূর্বৃত্ত অটোগাড়ি যোগে এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যান গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এঘটনায় নিহতের বাবা অজয় কুমার সরকার বাদি হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test