E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত 

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:৫৬:৫৮
গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর, শনিবার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত পাক হানাদারবাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক চেতনায় সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। 

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক রিয়াজ উদ্দিন আহমেদ। কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কলারোয়ার মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন প্রমুখ।

অনুষ্ঠান চলাকালে কলারোয়া উপজেলার বুইতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছহিল উদ্দিনের মৃত্যুর সংবাদে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার পক্ষ থেকে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা প্রমুখ।

আলোচনা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনাসহ স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র‍্যালি বের করা হয় এবং কলারোয়া ফুটবল ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের গণকবরে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(আরকে/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test