E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ

২০২৫ ডিসেম্বর ০৭ ১৭:৩৭:১২
নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এক যুবকের বিরুদ্ধে ধর্মীয় স্থাপনার ছবি পদদলিত ও অবমাননার অভিযোগ উঠলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ইমান আকীদা সংরক্ষণ কমিটির উদ্যোগে শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার গোড়াইল নতুনবাজার সংলগ্ন মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ চলে।

সমাবেশে সভাপতিত্ব করেন সাকপালদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা লিয়াকত আলী। বক্তব্য রাখেন

বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ আকরাম আলী ধলা হুজুর,মাওলানা জামাল উদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাওলানা সোহরাব হোসেন মাস্টার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান,মুফতি ফরিদ উদ্দিন মাসুদ,মাওলানা আকরাম আলী হাফেজ মিজবা উদ্দিন ,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি জসিম উদ্দিন মাওলানা হাসমত উল্লাহ।

এছাড়াও স্থানীয় শিক্ষক বিপ্লব মাস্টার বক্তব্য রাখেন এবং ন্যায়বিচারের দাবি জানান। বক্তারা অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ কয়েকটি দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।

(পিবি/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test