E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য জব্দ, জরিমানা

২০২৫ ডিসেম্বর ০৮ ১৪:০৬:৩০
ফরিদপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য জব্দ, জরিমানা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিক পণ্য, বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদরপুরের ঢেউখালি ইউনিয়নের পিঁয়াজখালি বাজারে এ অভিযান পরিচালনাকালে উপরোক্ত পণ্য সামগ্রী জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেওয়া সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযান চলাকালীন সদরপুরের এসিল্যান্ড পিয়া জানান, 'একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য, বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে এবং প্রচলিত আইনে দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।' এছাড়া, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানের সময় তাঁর সাথে উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test