E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ের সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা

২০২৫ ডিসেম্বর ০৮ ১৭:৫০:৩৫
সোনারগাঁয়ের সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসিফ আল জিনাত, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের উদ্দেশে বলেন,সবচেয়ে কঠিন কাজ হলো সত্যের সন্ধান করা। আর আপনারাই সেই মানুষ, যারা সত্য খুঁজে বের করতে দিনরাত নিরলস পরিশ্রম করেন। সংবাদপত্র,টেলিভিশন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যে প্রতিবেদন আমরা দেখি তার পেছনে আপনাদের কঠোর শ্রম, অনুসন্ধান ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের চেষ্টা থাকে। সত্য ও সঠিক তথ্যের জন্য আপনাদের এই নিরন্তর প্রচেষ্টা প্রশাসন সবসময়ই মূল্যায়ন করে।

তিনি সোনারগাঁয়ের সামগ্রিক উন্নয়ন,প্রশাসনিক সেবা,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। ইউএনও আসিফ আল জিনাত বলেন,স্বচ্ছতা,জবাবদিহি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। তিনি একসঙ্গে কাজ করে একটি আধুনিক,সেবামুখী ও উন্নয়নমুখী উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাংবাদিক সহ উপজেলার জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। তারা সোনারগাঁয়ের দীর্ঘদিনের নানা সমস্যা, সরকারি সেবা ব্যাঘাত এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিভিন্ন মতামত,সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

সভার বক্তারা উল্লেখ করেন,যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি,গ্রামীণ সড়ক যোগাযোগের ভাঙাচোরা অবস্থা ও দ্রুত সংস্কারের প্রয়োজন,বিভিন্ন এলাকায় বখাটে ও মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধিসহ মাদক, কিশোরগ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের প্রয়োজন,পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও নদী-খাল রক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান করেন।

সাংবাদিকরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়া চৌরাস্তা মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। মোগরাপাড়া চৌরাস্তা মহাসড়কের বিভিন্ন স্পটে যাত্রী ও পরিবহনশ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় পড়ছেন।

সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি সমস্যাকে গুরুত্ব দিয়ে ইউএনও আসিফ আল জিনাত বলেন, প্রশাসন আন্তরিকভাবে সব সমস্যার সমাধানে কাজ করবে। মহাসড়কসংলগ্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। সভা শেষে তিনি সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে সোনারগাঁকে আরও সুন্দর,নিরাপদ, উন্নত ও সেবামুখী উপজেলায় রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

(বিএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test