E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলি হলেও দৃষ্টিভঙ্গি বদলাবো না’

২০২৫ ডিসেম্বর ০৮ ১৯:৫৩:৩৭
‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলি হলেও দৃষ্টিভঙ্গি বদলাবো না’

হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেছেন, ‘সবার প্রতি সমান অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বদলির শিকারও হই, তবুও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এক বিন্দু পিছপা হব না। ঝিনাইদহকে একটি নিরাপদ, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ জেলাকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করা হবে।’

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু, এই স্লোগান শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে চান তিনি। আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

(এইচআর/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test