E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

২০২৫ ডিসেম্বর ০৯ ০০:২৯:৫৬
ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন এলাকা হতে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাকিল শেখ বাবু (২৫)’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি আভিযানিক দল।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক এ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল, ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন আলেপের দোকানের মোড় এলাকায়, একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। এ অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার জিআর মামলা নং- ১৪৭/২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শাকিল শেখ বাবু (২৫), পিতা- শেখ সৈয়দ আলী, সাং- নাজিম শেখের ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ আর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মো. শাকিল শেখ বাবু (২৫)কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

(আরআর/এএস/ডিসেম্বর ০৯, ২০২৫)


পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test