E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উদযাপন

২০২৫ ডিসেম্বর ০৯ ১৫:০২:২৩
কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উদযাপন

রিপন মারমা, কাপ্তাই : আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ,বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন  উপলক্ষে  কাপ্তাইয়ে র‍্যালি, মানববন্ধন,  আলোচনা সভা এবং অদম্য নারী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দিকে কাপ্তাই উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসগুলো উপলক্ষে প্রথমে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী বের করা হয়। পরে কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। র‍্যালি এবং মানববন্ধন শেষে পরে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা এবং " অদম্য নারী সম্মাননা " প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, প্রত্যেকটা সফলতার পেছনে নারীর অবদান রয়েছে । বাঙ্গালী নারী জাগরণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি নারী জাগরণের অগ্রদূত। কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে কাপ্তাই সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, সফল জননী নারী সম্মাননাপ্রাপ্ত সন্ধ্যা রানী দাশের বড় ছেলে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ এর কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা: নারায়ণ চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন এবং নারী সংগঠক নুর বেগম মিতা। পরে সফল জননী নারী হিসাবে সন্ধ্যা রাণী দাশ এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে জেমিয়া ফারজানা নিতুকে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।এদিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে একইদিন সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ " কিন্নরী " তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন বলেন, আমাদের দেশে তখনই দুর্নীতি সমুলে বিনাশ হবে যখন মানুষ সচেতন হবে এবং মানুষ অধিকার ফিরে পাবে।

(আরএম/এএস/ডিসেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test