E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’

২০২৫ ডিসেম্বর ০৯ ১৮:২৮:২৫
‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : "বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ মূলমন্ত্র নিয়ে প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'সীমান্ত এলাকায় কখনো কখনো ভুল তথ্য ও গুজব ছড়ানো হয়' এ ধরনের তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানালে আমরা তা যাচাই করব। 

আজ মঙ্গলবার দুপুরে গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুরের উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিং এ দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএ ১১সি) এ কথা বলেছেন।

দিনাজপুর সদর সেক্টরে শহীদ বিজিবি গুলজার মিলনায়তনে ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব জানানো হয়। রংপুর রিজিয়নের অধীনে ৪টি সেক্টরের ১৫টি ব্যাটালিয়নে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে বিজিবি দায়িত্ব পালন করছে।

অভিযান পরিচালনা করে এ বছর ৪৮ জন আসামিসহ প্রায় ৪ কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে। পুরুষ, নারী,শিশু পাচার প্রতিরোধে ভারতীয় পাচারকারি এক সদস্যসহ ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশুকে উদ্ধার করেছে।

এছাড়াও এক হাজার বোতল বিদেশি মদ, ৯৬৬ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, ২ হাজার ৫১ বোতল নেশা জাতীয় সিরাপ, ৮ হাজার ৫৯০ পিস মেটাডনিক্স ট্যাবলেট, ১৭ হাজার ৯৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ হাজার ৭৪৩ পিস নেশাজাতীয় ভারতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এ এম জাবের বিন জব্বার (পিএম), দিনাজপুর বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্‌ আলম শাহীসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা এবং উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test