E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’ 

২০২৫ ডিসেম্বর ০৯ ১৮:৩৫:০৩
‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’ 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ: সাত্তার মিয়া বলেছেন, বছরে একটা সভা ছাড়া দূর্ণীতি প্রতিরোধে কোন কাজ করা হয় না। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ এখন কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমাকে বানানো হয়েছে কোটালীপাড়া উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি। অবৈতনিক হিসেবে এখানে কাজ করছি। বছরে একটি মিটিং ছাড়া সারা বছরে কেউ খোঁজ করেন না আমাদের। 

আজ মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সগুফতা হক। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক গাজী আবিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জসীমউদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের ঠাকুর, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল শেখ, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত,উপজেলা সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল, কমলকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম, হৃদয় হাওলাদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে পারিবারিকভাবে ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

এর আগে আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংঙ্গীতের মাধমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্যকে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test