E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব 

২০২৫ ডিসেম্বর ১০ ০০:৩৫:৩৮
সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব মারাত্মক আহত হন। একই ঘটনায় গাড়িচালক ও শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী (পিএস) এনামুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করান।

হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বুদু জানান, অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন এবং আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

(এসকেকে/এএস/ডিসেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test