E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে নবাগত এসপির প্রথম বার্তা 

‘হয়রানি নয়, সেবা নিশ্চিত করতে চাই’

২০২৫ ডিসেম্বর ১০ ১৮:১৭:১৭
‘হয়রানি নয়, সেবা নিশ্চিত করতে চাই’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহেই জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে বসলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় পুলিশ–সাংবাদিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ইতিবাচক করার লক্ষ্যই ছিল প্রধান।

সভায় অংশ নেওয়া সাংবাদিকরা শহরের যানজটের দীর্ঘদিনের ভোগান্তি, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য, ফুটপাত দখল, অপসাংবাদিকতার নামে হয়রানি, মাদক–সন্ত্রাস ও চাঁদাবাজির মতো নিত্যদিনের সমস্যাগুলো নতুন এসপির সামনে তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্নাবালা, নাজিম বাকাউল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান, আলিমুজ্জামান রনি, মাসুদুর রহমান তরুণ, বি কে শিকদার সজল, হারুন আনছারি, জাহিদ রিপন, শ্রাবণ হাসান, ইব্রাহিম হোসেনসহ প্রেসক্লাব সদস্যরা।

এসপি মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে বলেন,
“মাদক দমনে জিরো টলারেন্স থাকবে। কিশোর অপরাধ, সাইবার ক্রাইম ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, থানায় ঘুষ ও দুর্নীতির অভিযোগ শূন্যে নামিয়ে আনা, অনলাইন জিডি আরও সহজ করা এবং নাগরিক হয়রানি বন্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।

বিশেষ করে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিয়ে তিনি বলেন, “অপসাংবাদিকতার অজুহাতে কাউকে হয়রানি করার সুযোগ দেওয়া হবে না। সাংবাদিকরা যেন নিশ্চিন্তে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করবে পুলিশ।”

সভায় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নবাগত এসপির এই মতবিনিময়কে সাংবাদিকরা ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও প্রশাসন–গণমাধ্যম সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test