E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিএনপি ক্ষমতায় গেলে এদেশে আর কেউ সংখ্যালঘু থাকবে না’

২০২৫ ডিসেম্বর ১০ ২০:১৩:০৮
‘বিএনপি ক্ষমতায় গেলে এদেশে আর কেউ সংখ্যালঘু থাকবে না’

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ কে এম বাবর আলী বলেছেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এদেশে আর কেউ সংখ্যালঘু থাকবে না। সকল ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন। তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এদেশেই তারা উন্নত জীবন যাপন করতে পারবেন।

আজ বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দ্বীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথিরে বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ-২ আসনের উত্তর গোপালগঞ্জের হিন্দু (সনাতন) ধর্মাবলম্বী অধ্যুষিত বৌলতলী, সাহাপুর, সাতপাড়, রাহুথড় ও সিংগা ইউনিয়নের জনগনকে নিয়ে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর আরো জানান, তিনি যদি নির্বাচিত হতে পারেন এবং দল যদি ক্ষমতায় আসে তাহলে তিনি তার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট সহ সকল সেক্টরের ব্যাপক উন্নয়ন করবেন। এলাকাকে মাদক মুক্ত করবেন। চিকিৎসার জন্য আর কাউকে বাইরে যেতে হবে না। সকল হয়রানী থেকে তারা মুক্ত থাকবেন।

তিনি হিন্দু অধ্যাষিত এ ইউনিয়নগুলোতে একটি করে মডেল মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাহাপুর ইউনিয়নের আমার হিন্দু ভাইদের একটি পুরো মৌজার জমি ভিপি হয়ে রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে দীর্ঘযুগের এই সমস্যা সমাধান করবো। যাতে সম্পত্তি মালিকরা কেনা-বেচা করতে পারেন।
সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলার বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সিংগা ইউনিয়ন বিএনপি নেতা তাপস সরকার, সাতপাড় ইউনিয়ন বিএনপি নেতা বিভূতি বিশ্বাস, সাতপাড় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রণব বিশ্বাস বাপী বক্তব্য দেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test