E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির উপর হামলা  

২০২৫ ডিসেম্বর ১১ ১৩:৫২:৫৫
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির উপর হামলা  

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের (৩২) উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডুমরাশুর গ্রামের সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
রাত ৯ টার দিকে মিকাইল হোসেনকে গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিকাইল হোসেন জানিয়েছেন, এ দিন বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবরের নির্বাচনী জনসভায় গিয়েছিলেন। সেখান থেকে বিকেল ৫টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান।তখন সাভানা পার্কের এক স্টাফের কাছে পার্কের ভিতরে মটর সাইকেল ঢুকানো নিয়ে বাক-বিতন্ডা হয় । পরে পার্কের ম্যানেজার সহ অন্যান্যরা বিষয়টি মীমাংসা করে দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক তার উপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পার্কের এক স্টাফের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সাথে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন।পরে মিকাইল পার্ক থেকে বের হওয়ার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার উপর হামলা করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টা থানায় মিকাইলের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি।

(টিবি/এএস/ডিসেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test