E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সন্মেলন 

২০২৫ ডিসেম্বর ১১ ১৮:১০:৩৪
সোনারগাঁয়ে অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সন্মেলন 

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক ইউপি সদস্যকে নিয়ে, একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ উঠেছে। জামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো.নাসিরউদ্দিনের বিরুদ্ধে এ অপপ্রচারের করা হচ্ছে। 

গতকাল বুধবার দুপুরে সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য মো. নাসির উদ্দিন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সখিনা বেগম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য নাসিরউদ্দিন দাবি করেন, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় ১৬-১৭ বছর আগে আলো সমিতি নামের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ওই আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ মানুষ ঋণ গ্রহণ, সঞ্চয়সহ আর্থিক লেনদেন করেন। বিগত ১৫ বছর লেনদেন নিয়ে কোন প্রকার অভিযোগ ছিল না। হঠাৎ করে আলো সমিতির কর্মকর্তারা কার্যালয়টি বন্ধ করে দেয়। ফারুকুল ইসলাম শাহিন, ইমরান হোসেন মুকুল ও কামাল হোসেন সমিতি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। সমিতি বন্ধ হওয়ার পর সেখানে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন। হতাশাগ্রস্ত গ্রাহকরা জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের কাছে তাদের টাকা আদায়ে সহযোগিতা কামনা করেন। এক পর্যায়ে তিনি গ্রাহকদের সঙ্গে সভা করে অর্থ আদায়ের জন্য একটি কমিটি করে সমিতির তিন মালিকের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যান।

সম্প্রতি একটি কুচক্রী মহল, সমিতির কর্মকর্তা এমরান হোসেন মুকুল এর ভাই হওয়ায় ইউপি সদস্য নাসিরউদ্দিনকে জড়িয়ে অপপ্রচার শুরু করে। গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে মানুষ জড়ো করে মব সৃষ্টি করে,রানা নামের এক ব্যক্তি একটি ফেসবুক পেইজে লাইভ করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউপি সদস্য সমিতির টাকা আত্মসাত করে পালিয়েছে বলে অপপ্রচার করে। এতে তিনিসহ তার পরিবার সমাজের কাছে সম্মান ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তারা ১০ ভাই এক বোন। তার ছোট ভাই মুকুল অপরাধী হলে তার বিচার হবে। কিন্তু এ সমিতির সাথে ছোট ভাই মুকুলের সম্পৃক্ততা থাকলেও আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে কেনো মিথ্যে বানোয়াট অপপ্রচার করা হবে। অসহায় মানুষের টাকা ফিরে পাওয়ার জন্য নাসিরও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পাওনাদার গ্রাহকের পক্ষে আছেন ও থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

ইউপি সদস্য নাসিরউদ্দিনের স্ত্রী সখিনা বেগম জানান, তার বাড়িতে ফেসবুক লাইভ করার কারনে তার মেয়ে আতংকিত হয়ে শ্বাসকষ্টে ভুগেন। এসব অপপ্রচারের কারনে তার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নাসির।

(এনকেএস/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test