E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জ গাফুরিয়া মাদ্রাসায় এক রাতে মান্নতে মিললো কোটি টাকা

২০২৫ ডিসেম্বর ১১ ১৮:৩২:২৪
ঈশ্বরগঞ্জ গাফুরিয়া মাদ্রাসায় এক রাতে মান্নতে মিললো কোটি টাকা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের বৃহৎতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জ গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে এক রাতে জনসাধারণের দান ও মান্নতে মিললো কোটি টাকা। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসাটি শুধু মুসলমানদের নয় বরং সব ধর্মের মানুষের কাছেই এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ও মান্নতের পবিত্র স্থান হিসেবে পরিচিত। গাফুরিয়া মাদ্র্সায় মান্নত করলে আল্লাহ মনের আশা পূর্ণ করেন। এই বিশ্বাসে প্রতি বছর লাখ মানুষ ইসলামী সম্মেলনে যোগ দিয়ে নগদ অর্থ স্বর্ণলঙ্কার ধান চাল গরু ছাগল  মান্নত হিসেবে দিয়ে থাকেন। এবার ১০ ডিসেম্বর বুধবার রাতে জামিয়া গাফুরিয়া মাদ্রাসায় ৭৫ তম ইসলামি মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন।

মাদ্রাসার মুহ্তামিম মুফতি মাহমুদুল হক আযীযী জানান, বুধবার রাতে সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে দান-মান্নত গণনা শুরু হয়। গণনা শেষে নগদ অর্থ ব্যাংকে জমা করা হয়। এতিম, গরীব ও অসহায় ছাত্রদের শিক্ষা, আবাসন ও উন্নয়ন কাজে এই দান-মান্নতের অর্থ ব্যয় করা হয়। তিনি সবাইকে দান-সদকা করার আহ্বান জানান।

এবারের সম্মেলনে পুলিশ, আনসার, সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মাদ্রাসার স্বেচ্ছাসেবক মিলিয়ে ৫ শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

মাদরাসার সভাপতি আলহাজ¦ লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঐতিহ্যবাহী গাফুরিয়া মাদ্রাসাটি সাধারণত মানুষের দান মান্নতের উপর নির্ভরশীল। এই দানের টাকায় এলাকার হাজার হাজার ছেলেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ভবিষ্যতে এই মাদ্রাসায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই।

(এন/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test