E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক বংশ থেকে ২ প্রার্থীর এমপি মনোনয়ন 

২০২৫ ডিসেম্বর ১১ ১৯:১৭:৪৯
এক বংশ থেকে ২ প্রার্থীর এমপি মনোনয়ন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে একই বংশ থেকে দু’জন এমপি প্রার্থীর মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে গণঅধিকার পরিষদ থেকে একজন ও অন্যজন পেয়েছেন এনসিপি থেকে দলীয় মনোনয়ন।   

মনোনয়নপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে ও গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসু এবং একই গ্রামের মো: সিদ্দিক দাড়িয়ার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আরিফুল দাড়িয়া।

জানা গেছে, গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে সম্প্রতি গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসুকে প্রার্থী হিসেবে করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। প্রার্থী ঘোষণা পর থেকেই আবুল বশার দাড়িয়া বাসু দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করে চলেছেন।

অপরদিকে, গতকাল বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রার্থী হিসেবে মোঃ আরিফুল দাড়িয়ার নাম ঘোষণা করে। এ ঘোষণার পরেই উপজেলা জুড়ে বিষয়টি টক অফ দ্যা উপজেলায় পরিণত হয়েছে।

মাঝবাড়ি গ্রামের সমাজসেবক রেয়াজুল দাড়িয়া বলেন, একই বংশ, একই গ্রামে দুই জন এমপি প্রার্থী এটা আমাদের সৌভাগ্য। আমাদের দাড়িয়া বংশ হতে আমার জানামতে এই প্রথম এমপি পদে দাড়িয়েছে। তবে একজন প্রার্থী হলে ভালো হতো।

একই গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন, শুনেছি আমাগো গ্রাম থেকে দুই জনে নির্বাচন করবে। আমরা যারে ভালো ও যোগ্য মনে করবো তারে ভোট দিবো।

গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বাসু বলেন, যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ নির্বাচন করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের দুইজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারে, আমার দল আমাকে প্রার্থী করেছেন। আমি দীর্ঘ দিন ধরে জনতার কাছে গিয়ে গণসংযোগ করে আসছি। আশা করছি ভালো কিছু হবে।

জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো: আরিফুল দাড়িয়া বলেন, দল আমাকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এলাকায় প্রচারণা শুরু করেছি। একই গ্রামে দুই জন প্রার্থী এতে আমার নির্বাচনে কোন প্রভাব পড়বে না।

উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে এ দুই প্রার্থী ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির এম এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মারুফ শেখ নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। যোগ দিচ্ছেন মিছিল, মিটিং সহ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।

(টিবি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test