E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ১২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে

২০২৫ ডিসেম্বর ১১ ১৯:৩৮:২৬
ফরিদপুরে ১২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের শোভারামপুর ও রঘুনন্দনপুর সাহাপাড়া ভক্তবৃন্দের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ১২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গত ৫ ডিসেম্বর শ্রীমৎ ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। আগামী ১৬ ডিসেম্বর ধর্মীয় এ মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানের প্রতিদিনই বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত হয়ে কীর্তন উপভোগ করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ধর্মীয় উৎসবমুখর পরিবেশ।

১২ দিনব্যাপী এই অনুষ্ঠানে রয়েছে— শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, শ্রী শ্রী তারেক ব্রহ্ম মহানাম যজ্ঞে শুভ অধিবাস, তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগরাগ কুঞ্জভঙ্গ, নগর কীর্তনসহ অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান নাম সংকীর্তন পরিবেশন করছেন শ্রী শ্রী ভবতারণ সেবা সংঘ (হাসনাবাদ, ঢাকা), চৈতন্য সুন্দর সম্প্রদায় (বরগুনা), জয় পাগল সম্প্রদায় (বাগেরহাট), নদীয়া বিহারী সম্প্রদায় (ঢাকা), সারদা সম্প্রদায় (গোপালগঞ্জ) এবং শিবানী অষ্টসখী সম্প্রদায় (হাসনাবাদ)–এর শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ দিনে লীলা কীর্তন পরিবেশন করবেন অমল ব্যানার্জি (ফরিদপুর), সুকুমার শাস্ত্রী (কলকাতা) এবং পুষ্পরানি সরকার (বগুড়া)।

উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি ধর্মীয় ও সাংস্কৃতিক একটি মহোৎসবে রূপ নিয়েছে।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test