E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথার বল্লভদীতে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

২০২৫ ডিসেম্বর ১১ ১৯:৫৩:৪৬
সালথার বল্লভদীতে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকালে বল্লভদি ইউনিয়নের বাউষখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সাথে এ মতবিনিময় সভা করেন সালথা থানা পুলিশ।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা থানার পরিদর্শক (ওসি) মোঃ বাবলুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, সালথা থেকে মাদক কারবারী ও চাঁদাবাজী বন্ধ করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এসব অন্যায়ের সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, এই সালথা উপজেলা কৃষিতে ভরপুর। মহামুল্যবান সম্পদ কৃষি জমি। কি কারণে মানুষ কাইজ্জ্যা-মারামারী করবে। কাইজ্জ্যা মারামারী বাদ দিয়ে সবাই কৃষি কাজে মন দিলে আগামী ৫ বছরে সালথা উপজেলা সোনার সালথা হিসেবে তৈরি হবে। সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সালথা গড়তে চাই।

বল্লভদি ইউনিয়ন বিট অফিসার এসআই আবু কাওসার সবুজ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, বল্লভদি ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান (মাষ্টার), সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্যা, বিএনপি নেতা আউয়াল মুন্সী, চাঁন মিয়া, ওলিয়ার ফকির, দাউদ ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোল্যা, বাউষখালী বাজার বণিক সমিতির সভাপতি এমদাদ ফকির, বল্লভদি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিকাইল হোসেন, ইউপি সদস্য মোঃ ওয়াহিদুল ইসলাম, যুবদল নেতা লিটন মাতুব্বর, মোঃ জসিম মোল্যা প্রমূখ।

(এএন/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test