E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ১২ ১৯:৪৪:৩১
কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে তারুণ্যকে ক্রীড়ামুখী করতে কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে 'সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১২ ডিসেম্বর, বিকেল ৪টায় উপজেলার টোক ইউনিয়নের মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে এই জমজমাট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম টোক ফুটবল একাদশ বনাম রায়েদ ফুটবল একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলাটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মনোনীত দাঁড়িপাল্লা পদপ্রার্থী মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী। উদ্বোধনী বক্তৃতায় মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী তরুণদের উদ্দেশ্যে বলেন, "আয় অরুণ্য অজয়। আয় অগ্নিগিরির লাভার মতো উদগীরিত হই-দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই! দু'কুল ভাঙ্গা দুকুল ঝরের মতো নৃত্য তুলে পায় - আয় তরুণরা আয়। তরুণের তেজ, যুবকের উদ্যোগ কাপাসিয়ার পরিবর্তনে আমরা সহযোগী।" তিনি আরও বলেন যে, মহান বিজয় দিবসের তাৎপর্য উপলব্ধি করে যুব সমাজকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল এনাম।

অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি ঘোষণা করে, টুর্নামেন্টের বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। তারুণ্যের এই ফুটবল টুর্নামেন্ট বিজয় দিবসের চেতনাকে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

(এসকেডি/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test