E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাদীকে গুলি করার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

২০২৫ ডিসেম্বর ১৩ ১৯:১০:০৭
হাদীকে গুলি করার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

রিপন মারমা, রাঙ্গামাটি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাঙ্গামাটি কাপ্তাইয়ে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা। 

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা কাপ্তাই উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ মোঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মং মারমা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত। তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে এ ধরনের নৃশংস হামলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

(আরএম/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test